বুধবার শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত সব মন্ডলের মণ্ডল সভাপতি,জেলা পরিষদ সদস্য,ওয়ার্ড সদস্য,পৌরসভার ওয়ার্ড সদস্য,সকল মোর্চার সভাপতিদেরকে নিয়ে বিজেপির এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এই সভায় অরুণোদয় প্রকল্প জনতার কাছে পৌঁছে দেওয়া,মুখ্যমন্ত্রী আত্মনির্ভর যোজনার বাস্তবায়ন,মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এত উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সহ অন্যান্যরা।