রবিবার হুগলির চাপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রা-র সহযোগিতায় এবং GSG হসপিটাল দ্বারা সংগঠিত বনবিথি পার্কে বিনামূল্যে হেলথ চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক তথা শ্রীরামপুর হুগলী সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন, চাপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্রা, উপ পৌর প্রধান বিনয় কুমার এবং অন্যান্য পৌর সদস্যরা ও বহু বিশিষ্ট ব্যক্তিরা।