একাধিক দাবিতে আরওয়াইএফ এর পক্ষ থেকে কোচবিহার থেকে শুরু হয়েছে অধিকার যাত্রা। গত ৩১ শে আগস্ট থেকে এই অধিকার যাত্রা কোচবিহার থেকে শুরু হয়েছে যা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় গিয়ে শেষ হবে। আগামী ৬ তারিখ দক্ষিণ দিনাজপুরে এই অধিকারযাত্রা প্রবেশ করবে। সাত তারিখ অধিকার যাত্রা আসবে বালুরঘাটে। এবং ৮ তারিখ অধিকারযাত্রা তপন হয়ে মালদা যাবে। এনিয়ে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করা হয়।