কলকাতার মেয়ো রোডে ভাষা আন্দোলনের প্রতিবাদ মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে তৃণমূলের মিছিল নলহাটিতে। আজ মঙ্গলবার বিকেল ৪ টা নাগাদ বীরভূমের নলহাটি শহরে মিছিল করে প্রতিবাদ জানায় নলহাটি ১ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের নলহাটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে এই মিছিল নলহাটি শহর ঘুরে এসে শেষ হয় নলহাটি রাম মন্দির মোড়ে, এবং সেখানে করা হয় একটি বিক্ষোভ পথসভা, পথসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্বরা।