কাঁথি-মজনা রাস্তায় ফের ভয়াবহ পথ দুর্ঘাটনা। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির মাজনা রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে কাঁথি-মাজনা রাস্তার মাঝে একটি বেসরকারি স্কুলের সামনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল সাড়ে ১১ টা নাগাদ দ্রুতগামী একটি অটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী সোজা অটোর চাকার নীচে চলে যান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়লেও বাইক আরোহীর প্রাণ রক্ষা সম্ভব হয়নি