সিতাইয়ে পালিত হল মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার 91 তম তিরোধান দিবস। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ সিতাইয়ে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে উপস্থিত সকলেই সমাজ সংস্কারক পঞ্চানন বর্মার জীবনী ও কর্মের গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত ছিলেন সিতাই বিধায়িকা সংগীতা রায়, বিশু রায় প্রামাণিক সহ অনেকেই।