গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ এবং গোয়েন্দা দপ্তরের বিরাট সাফল্য ধর্মনগর অফিস টিলা এলাকা থেকে TR05F0208 নম্বরের বিলাসবহুল গাড়ি সহ ২৭কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার সাথে আটক করা হয়েছে দামছাড়া এলাকার বাসিন্দা দুই যুবককে। তারা হল যথাক্রমে গৌতম ত্রিপুরা (২৭) ও মৃন্ময় দাস (২০)। ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা জানান এই আটককৃত বার্মিজ সিগারেটের কালোবাজারি মূল্য ১০ লক্ষ টাকার অধিক হবে।