উওর জেলার পানিসাগর মহকুমার জলাবাসা সংলগ্ন জুরি ফরেস্ট রিজার্ভ এলাকায় যৌথভাবে হানা দেয় ধর্মনগর, কাঞ্চনপুর ও কুমারঘাট ফরেস্ট ডিভিশন সহ ৩৩ নং সীমান্ত রক্ষী বাহিনীর জোয়ানেরা। সাথে ছিল পানিসাগর থানায় পুলিশ । ওই এলাকায় গভীর জঙ্গলে হানা দিয়ে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করলেও কাঠগুলো পাচার কাজে যুক্ত পাচারকারীদের জালে তুলা সম্ভব হয়নি। এতে উপস্থিত ছিলেন ধর্মনগর ফরেস্ট ডিভিশনের এস,ডি,এফ,ও রাজেশ দাস এবং কাঞ্চনপুর এর এস,ডি,এফ,ও সুমন মিএ।