দুরামারি স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, নেই ডাক্তার-ওষুধ দেওয়ার দায়িত্ব সামলাচ্ছে নার্স। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই জলপাইগুড়ি জেলার ব্যানারহাট ব্লকের দুরামারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিত্র যেন উল্টোপথে হাঁটছে। স্বাস্থ্যকেন্দ্রের মূল ফটকের সামনে জল জমে রয়েছে। ভেতরে ডাক্তার নেই, ওষুধ দেওয়ার দায়িত্ব সামলাচ্ছেন হাসপাতালের একমাত্র নার্স। যদিও স্বাস্থ্যকেন্দ্রে দু’জন নার্সের পদ রয়েছে, কিন্তু তাদের একজন অসুস্থ হয়ে বেড রেস্টে।