বুধবার সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত DYFI, AIAWU ও AIKS এর উদ্যোগে এবং শহীদ শিবশংকর সেবা সমিতির সহায়তায় বেলান গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হল। এদিন উক্ত গ্রামের বহু মানুষ এই ক্যাম্পে এসে তাদের শারীরিক চিকিৎসা করান। এই ক্যাম্পে উপস্থিত থাকেন মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ সহ অন্যান্য ডাক্তারবাবুরা। যাদের ওষুধ প্রয়োজন তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। চিকিৎসা দিতে উপস্থিত থাকেন ডাঃ গিস্পতি চক্রবর্তী ও অন্যান্য ডাক্তারবাবুরা।