সোমবার থেকে শুরু হলো উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা। প্রথম বার ‘ওএমআর শিটে’ পরীক্ষা দেওয়া নিয়ে যথেষ্ট উৎসাহী ছিল বাঁকুড়ার সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। ওই পরীক্ষায় পুরুলিয়া ও বাঁকুড়া জেলার প্রায় ৬০ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। এই প্রথম পরীক্ষা হল ওএমআর শিটে। বাঁকুড়া জেলা স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ওএমআর শিটে পরীক্ষা দিতে প্রতিটি স্কুলই তাদের ছাত্রছাত্রীদের প্রস্তুত করেছে।