অরুণোদয় 3.0-তে ব্যাপক অসঙ্গতি হয়েছে হাইলাকান্দিতে বলে অভিযোগ তুললেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর। এ নিয়ে তিনি বলেন,বহু প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হয়েছেন। পূর্বতন প্রাপক বিধবা,হ্যান্ডিক্যাপ উপযুক্তদের নাম ছিটকে পড়ায় তাহা অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানান তিনি। তাই সংখ্যালঘু প্রাপকেরা বঞ্চনায় সরব হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর বলে জানা গেছে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ।