বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিলস্থিত যুব সমাজ ক্লাবের খুঁটি পূজা সম্পন্ন হয় সোমবার সকালে। এই বছর যুব সমাজ ক্লাবের পূজার বাজেট প্রায় তিন লক্ষ টাকা। পূজা কমিটির সভাপতি জুয়েল সাহা জানিয়েছেন প্রতিবছরের মত এই বছরও পূজার তিন দিনব্যাপী থাকছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। পাশাপাশি অষ্টমীতে থাকছে অন্নভোগের আয়োজন।