উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকা থেকে পুলিশের হাতে ধৃত পাঁচ ডাকত দলের সদস্যদের জেলা আদালতে প্রেরণ করল কদমতলা থানার পুলিশ। কদমতলা থানাধীন ইছাই লালছড়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ডাকাতি কাণ্ডে পুলিশের হাতে ধৃত পাঁচ ডাকাত তারা হল যথাক্রমে পঙ্কি মিয়া(৩৯) আব্দুল কয়েস (৪০) রসন আলি (৩৪) এনাম উদ্দিন (২৪) রহিম আলী (২৩)।