যুবকের নাম তাপস ওরফে রাজু সেন(৩৮),তার বাড়ি বাবলারি পঞ্চায়েতের পশ্চিম বাবলারি এলাকায়,সূত্রের খবর পেশায় বোর্ড মিলের কর্মী গতকাল দুপুরে রাস্তা থেকে বাড়িতে এসে শুয়ে পড়ে,এরপর দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে গেলে ছেলেকে অচৈতন্য বিছানায় পড়ে থাকতে দেখেন বৃদ্ধা মা,বিষয়টি জানতে পেরে যুবককে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক,প্রতিবেশীদের প্রাথমিক ধারণা বিষ খেয়ে নাকি অন্য কারণে মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না।