ফৌজির চাকরিজীবী পরিচয় দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ইট কিনে ফোন পেতে টাকা পাঠিয়ে দেওয়ার নামে লিংক পাঠিয়ে প্রায় ৯০ টাকা হাতিয়ে নিল প্রতারক। বিষয়টি নিয়ে শামুকতলা থানার পুলিশ সাইবার ক্রাইম এর মামলা শুরু করেছে এমনটাই জানা গেছে পুলিশের কাছ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ। শামুকতলা থানার অধীন ডাংগী এলাকার বাসিন্দা তথা ব্যবসায়ী নৃপেন্দ্র দেবনাথ কে ময়না বাড়ি এস এস বি ক্যাম্পে ৫ হাজার ইট পাঠাতে ফোন করে প্রতারক।