পরিবারের একাকীত্বের সুযোগ নিয়ে মানসিক অবসাদে গলায় বিছানার চাদরের ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক বৃদ্ধ।বছর ৮৩র ঐ বৃদ্ধর নাম শান্তিরাম মুখার্জী।তিনি রঘুনাথপুর শহরের ১৩নম্বর ওয়ার্ডের পশ্চিম পল্লিতে থাকতেন।পুলিশ সূত্রে জানা যায়,শান্তিরাম বাবুর প্রতিবেশীরা শুক্রবার দুপুরে শান্তিরাম বাবুকে বাড়ির মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্হায় বাড়ির সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে রঘুনাথপুর থানার পুলিশকে খবর জানালে পুলিশ ফাঁস কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।