অবশেষে গ্রেফতার পঞ্চায়েত সমিতির সভাপতি। মুর্শিদাবাদের সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমানকে কলকাতার পার্ক স্টিট থেকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে এমনটাই জানা যাচ্ছে। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাগরদিঘী এলাকা জুড়ে। সূত্র মারফত খবর জানা যায় আদিবাসী মহিলাকে কটুক্তি করায় এফ আই আর এর ভিত্তিতে গ্রেপ্তার সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান। এই নিয়ে সাগরদিঘির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য এর সৃষ্টি হয়।