হিড়বাঁধের আমঝুরি গ্রামীণ হাসপাতালে রক্তদান শিবিরে দেখা গেল এক অনন্য চিত্র। শিবিরে পুরুষদের তুলনায় রক্তদান করলেন বেশি সংখ্যক মহিলা! হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মোট ৩০ জন রক্তদাতার মধ্যে ১৬ জনই ছিলেন মহিলা। খাতড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মীরা এদিন রক্ত সংগ্রহের দায়িত্ব পালন করেন। আয়োজকরা জানাচ্ছেন, সাধারণত রক্তদান শিবিরে পুরুষদের অংশগ্রহণই বেশি চোখে পড়ে, কিন্তু এদিন ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন।