বামেদের সারা ভারত কিসব সভার ৪১ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে ভাতারে, জোড় কদমে চলছে প্রস্তুতি, বৃহস্পতিবার পাঁচটা কুড়ি মিনিটে এক কর্মী জানালেন এখন মঞ্চ তৈরীর কাজ চলছে। বামেদের সারা ভারত কৃষক সভার ৪১ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে ভাতারে আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর। আর সেই সভাকে ঘিরে বামেদের কর্মীদের মধ্যে আনন্দ উদ্দীপনা চোখে পড়ার মতো। ভাতার বাজারের বিভিন্ন এলাকায় লাগানো হচ্ছে দলীয় ফ্ল্যাগ।