বারবিশায় পথ-দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক যুবতী। তার নাম অপর্ণা সরকার। শনিবার বিকেল নাগাদ পাওয়া খরবে জানা গিয়েছে, কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই যুবতী চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে বারবিশা চৌপথী সংলগ্ন এলাকায় জোড়াইগামী সড়কে পথ-দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাক্টর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেসময় পাথর-বোঝাই একটি ডাম্পার ট্রাক্টরটিকে ওভারটেক করতে যায়। ওই যুবতী স্কুটিতে চেপে জোড়াইয়ের অভিমুখে যাচ্ছিল। সে ট্রাক্টর ও ডাম্পারের মাঝে পড়ে যায় সে।