সাইবার ক্যাফের আড়ালে জাল আঁধার কার্ড তৈরি চক্রের হদিস ইটাহারের পতিরাজপুরে। গ্রেপ্তার ১ ব্যক্তি। ক্যাফে থেকে জাল সংশাপত্র সহ আধার তৈরির নানান সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিস। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে বিচারক ধৃতের ৫ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহারের পুলিস। জানা গিয়েছে ধৃতের নাম সুব্রত সিংহ। মহাপুকুর এলাকায় একটি অনলাইনের দোকান চালাচ্ছিল ওই ব্যক্তি। পুলিস গোপন সূত্রে খবরের ভিত্তিতে ক্যাফেতে হানা দেয় পুলিস।