নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বাধীনতা সংগ্রামী দুকড়ি বালা দেবীর নবনির্মিত আবক্ষ মূর্তি উন্মোচন নলহাটিতে । আজ বৃহস্পতিবার বেলা ১২:৩০ নাগাদ একটি অনুষ্ঠানের মাধ্যমে নলহাটি ১ পঞ্চায়েত সমিতি দপ্তরে উন্মোচন করা হলো নেতাজী সুভাষচন্দ্র বসু ও অস্ত্র আইনে কারাদন্ডে দণ্ডিত প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী নলহাটি থানার অন্তর্গত ঝাউপাড়া গ্রামের বাসিন্দা দুকড়ি বালা দেবীর নবনির্মিত অবক্ষমূর্তির। আজ ১১ সেপ্টেম্বর বীর শহীদ ও স্বাধীনতা সংগ্রামী বিনয় বসুর জন্মদিবস।