তরিকুল্লাহ হাইস্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়েছিল জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের উদ্যোগে। তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প করা হয়েছিল বুথ নং হলো ৫৮ ৫৯ ৬০। প্রতিটি বুথের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে 10 লক্ষ টাকা করে । তিনটি বুথের জন্য মোট বরাদ্দ 30 লক্ষ টাকা হয়েছে। যেমন পাড়ার বেহাল রাস্তা সংস্কার । পানীয় জলের সমস্যা সহ এরকম একাধিক সমস্যা নিয়ে গ্রামবাসীরা এই দিন সোমবার বেলা দুটা নাগাদ গ্রামবাসীদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা যায়।