হলদিয়া ব্রজলালচকে হলদিয়া গেট ভাঙতে প্রস্তুতি বুধবার রাত ৮ টা থেকে হলদিয়ায় বন্ধ ১১৬ নম্বর জাতীয় সড়ক। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি। গেট ভাঙ্গার প্রস্তুতিপর্ব চলছে সেই চিত্র ধরা পরল বুধবার বিকেল চারটার সময়। হলদিয়া প্রবেশদার হলদিয়া গেট খুলতে জাতীয় সড়ক বন্ধের বিজ্ঞপ্তি উন্নয়ন কর্তৃপক্ষের। শিল্প শহর হলদিয়ায় ইতিমধ্যে নতুন গেট তৈরির উদ্যোগ নিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। সেই জন্য পুরনো গেট সরিয়ে ফেলার কাজ শুরু করতে চলেছে পর্ষদ।