Canning 1, South Twenty Four Parganas | Sep 5, 2025
ভিন রাজ্যে বাংলা ভাষা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে, তাঁদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে ক্যানিংয়ে প্রতিবাদ মুটিয়া মজদুরদের। "আমরা বাঙালি, বাংলাদেশি নই" লেখা টিশার্ট পড়েই প্রতিবাদ। সুন্দরবনের কবি ফারুক আহমেদ সর্দারের উদ্যোগে ক্যানিংয়ে পালিত হল এই কর্মসূচি।