সাতসকালে যুবক খুন শান্তিপুরের সাহেবডাঙ্গার মিদ্দেপাড়ায়, ব্যাপক উত্তেজনা, নদীয়ার শান্তিপুর থানার সাহেবডাঙ্গার মিদ্দেপাড়া এলাকায় সাতসকালে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম হাসিম মন্ডল (৩৮), বাড়ি শান্তিপুর থানার সাহেবডাঙ্গা গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল প্রতিদিনের মতো রাত ৮ টা নাগাদ বাড়ী থেকে বেড়িয়ে যায় পাশের গ্ৰাম চাঁদ কুঁড়ি গ্ৰামে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে তারপর আর তিনি বাড়ী ফেরেন