বেহাল রাস্তা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনরকম সুরাহা মেলেনি বলে দাবি সিমলাপালের লক্ষীসাগর গ্রাম পঞ্চায়েতের সিয়াজোড়া গ্রামের মানুষের। গ্রামবাসী জানিয়েছেন সিমলা পাল খাতরা ভাইয়া লক্ষী সাগর পল্লিশ্রী মোড়ে থেকে সিয়াজোরা মোর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তায় দীর্ঘ প্রায় 50 বছরের রাজনীতিতে কোনোদিন এই রাস্তায় মাটি পর্যন্ত পড়েনি।এই রাস্তায় যানবাহন পর্যন্ত আসতে পারে না। গ্রামবাসী দের দাবি তারা তালডাঙ্গরা তৃনমূল বিধায়ক জানিয়েও কোনরকম সুরাহা হয়ন