বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা স্তরে বড়োসড়ো রদ বদল। আজ অর্থাৎ বুধবার রাত্রি নাগাদ জানা গেছে, বোলপুর সাংগঠনিক জেলার সমস্ত বিধানসভা কেন্দ্রের বিজেপি কনভেনর পদ থেকে একাধিক নেতা কে সরানো হয়েছে। অন্যান্য বিধানসভার পাশাপাশি লাভপুর বিধানসভার বিজেপি নেতা তথা ওই বিধানসভার দায়িত্ব থাকা বিজেপির কনভেনর পদ থেকে সুপ্রভাত বটব্যালকে সরানো হয়েছে।যদিও হঠাৎ কি কারণে এই পরিবর্তন তা এখনও পর্যন্ত বিজেপির তরফে কোন কিছু জানা না হলেও সূত্র মারফৎ জানা।