গোপন খবরের ভিত্তিতে সাফল্য পেল চুরাইবাড়ী থানার পুলিশ। চুরাইবাড়ী থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে চুরাইবাড়ী নাকা পয়েন্টে AS01MC6297 নম্বরের একটি গাড়ীতে তল্লাশি চালিয়ে ২৬ কেজি ২০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ সেই সাথে গ্রেফতার করা হয় গাড়ী চালক সফিউর রহমানকে। গাড়ী চালকের বাড়ী আসামের গোয়ালপাড়া এলাকায়। যেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক বি. জরিনপুইয়া,উত্তর জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার।।