রাত পোহালেই গণেশ চতুর্থী। গোটা দেশের পাশাপাশি গোটা বঙ্গে মঙ্গলবার থেকেই গণেশ পূজায় মেতে উঠেছে বঙ্গবাসী। সিদ্ধিদাতা গণেশের পুজোয় যখন মেতে উঠছে গোটা বিশ্ব সেই সময় এক মায়ের জীবনে ঘটল চরম পরিণতি। নেশাগ্রস্ত ছেলের দাবি মেটাতে না পেরে চলে যেতে হল মা'কে। নেশা করবে বলে মায়ের কাছে ১০০ টাকা চেয়েছিল ছেলে।