বিভিন্ন দাবিতে সারা ভারত কৃষকসভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়ন ডেপুটেশন জমা করলো রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে। মঙ্গলবার দুপুরে একটি মিছিল করে ব্লক অফিসে আসার পর অবস্থান-বিক্ষোভে বসে কর্মী সমর্থকরা। দাবি তোলা হয় আদালতের রাই মেনে রামপুরহাট 1 নম্বর ব্লকে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। ১০০ দিনের কাজকে ২০০ দিন করতে হবে।