শুক্রবার সকাল থেকেই এ কর্মসূচি টি শুরু হয় এবং উপস্থিত ছিলেন বিডিও দোলাকি লামা, পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস, প্রধান শুভশ্রী বর্মন সহ অন্যান্যরা। মহিষকুচি ১ গ্রাম পঞ্চায়েতের দুটি বুথের আমাদের পারা আমাদের সমাধান কর্মসূচি টি এ দিন অনুষ্ঠিত হয়। বিভিন্ন সমস্যাগুলো সাধারণ মানুষের মুখেই শোনেন বিডিও দলাকি লামা এবং বিস্তারিতভাবে তিনি নিজেও আলোচনা করেন।