চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার চন্দন দাস এবং শ্যামল দাস কে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এমনটাই জানিয়েছেন শামুকতলা থানার পুলিশ বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। শামুকতলা থানা এলাকার এক ১০ বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। একই পরিবারের দুই ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সরগরম হয়ে উঠেছে গোটা আলিপুরদুয়ার জেলা।