জটিল অস্ত্রোপচার করে অসাধারণ সাফল্য পেল রায়গঞ্জের বেসরকারি নার্সিংহোম। দুর্ঘটনায় এক ব্যক্তির অসার হয়ে যাওয়া হাতে অনুভুতি ফেরালেন তারা৷ মঙ্গলবার দুপুরে ওই রোগী জানান, তার নাম প্রশান্ত মুখার্জি, বাড়ি রায়গঞ্জের ছত্রপুর কলোনীতে। তার দাবী তিনি পুরোহিতের কাজ করতেন। বছর আড়াই আগে এক আমাবস্যায় পুজো করে সাইকেল নিয়ে গভীর রাতে বাড়ি ফিরছিলেন তিনি। আচমকা তিনি একটি গর্তে পড়ে যান। সেই গর্তে এক মহিলা প্রতিদিন আগুন ফেলতেন। সেখানেই তার হাত অগ্নিদগ্ধ হয়ে যায়।