Thakurpukur Mahestola, South Twenty Four Parganas | Sep 4, 2025
ঠাকুরপুকুর মহেশতলা সিপিএমের এরিয়া কমিটির পক্ষ থেকে শেখপাড়া ও মোল্লাপাড়া এলাকায় সিপিএমের কর্মী সমর্থকেরা জনসংযোগ এবং গণ সংগ্রহ অভিযান কর্মসূচি পালন করে উক্ত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরপুকুর মহেশতলা সিপিএমের এরিয়া কমিটির শীর্ষ নেতৃত্বরা এবং কর্মী সমর্থকেরা।