ঐতিহাসিক এই জগন্নাথ মন্দির নতুন রূপে তৈরি হতে লাগলো। কাজ চলছিল মন্দির তৈরি করার। কিন্তু করোনার কাল আসার ফলে কাজ প্রায় বন্ধ হয়েছিল আবার সেই মন্দিরের কাজ আজকে শুরু হল। প্রায় আনুমানিক চার কোটি টাকার এই মন্দির নির্মিত হবে পুরীর মন্দিরের আদলে আজ আনুমানিক সকাল ৯ঃ০০ টায় ঐ মন্দির কমিটির তরফ থেকে জানানো হলো এই কথা। এলাকার মানুষের কাছে আর্থিক সাহায্যের জন্য তারা