২৭ এ আগস্ট ২০২৫ তারিখে অন্ডাল-সাঁইথিয়া শাখায় পাঁচরা ও দুবরাজপুর রেল স্টেশনের মাঝে তিন ঘন্টা ব্লক নেওয়া হবে বলে রেল সূত্রে খবর। দুবরাজপুর এবং পাঁচরা রেলস্টেশনের মাঝে ১৩ নম্বর ড্রপ গেটের সামনে রেললাইন পরিবর্তন করার কাজ হবে বুধবার। সেই কারণেই নেওয়া হবে ব্লক। সকাল ৯ টা থেকে ৩ ঘন্টা ব্লক থাকবে বলেই রেল সুত্রে জানা যায়। তবে সময়ের পরিবর্তন হলেও হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ওই সময় দুবরাজপুর ও পাঁচরা রেলস্টেশনের মাঝে সমস্ত ড্রপ গেট বন্ধ রাখা হবে