এটিএম লুটের চেষ্টার অভিযোগে গ্রেফতার দুইজন। ধৃতদের বুধবার বিকেলে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। ধৃতরা হলেন রাকেশ বর্মন ও রণদেব। রাকেশ হায়দারপাড়ার বাসিন্দা ও রণদেবের বাড়ি বানারহাটে। পুলিশ সুত্রে জানা গেছে পয়লা সেপ্টেম্বর ভক্তিনগর থানা এলাকার হায়দারপাড়া এলাকায় একটি এটিএম লুটের চেষ্টা হয়। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। বুধবার ভক্তিনগর থানার সাদা পোষাকের পুলিশ পিসি মিত্তল বাস স্ট্যান্ড থেকে দুইজনকে গ্রেফতার করে।