কাটোয়া আদালত প্রাঙ্গণে রীতিমতো নাটকীয় পরিস্থিতি। আট বছরের সন্তানের দখলকে কেন্দ্র করে মুখোমুখি হলেন বাবা-মা। আদালত চত্বরে শিশুকে ঘিরে শুরু হয় টানাটানি। মা ছেলেকে আঁকড়ে ধরে রাখলেও, বাবা হাত টেনে নেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত মায়ের এক আত্মীয় ছেলেকে নিয়ে চম্পট দেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় আদালত এলাকায়। বাবার আইনজীবি মহম্মদ সাদিক হাসান জানান, শুনানি শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামলাটি ড্রপ করেন এবং শিশুর ইচ্ছার ভিত্তিতে বাবার কাছে থাকার কথা উল্লেখ করেন।