বরাকরের বেগুনিয়া BCCL এরিয়া অফিসে অবস্থান বিক্ষোভ শ্রমিক সংগঠনের শ্রমিক সংগঠন অখিল অখিল ভারতীয় খাদান মজদুর সংঘের তরফে আজ সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত বরাকর স্থিত বেগুনিয়া bccl এর cv ১২এরিয়া অফিসে ১৭দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হলো। এরপর আজ দুপুর তিনটায় bccl অধিকারীকে ১৭দফা দাবি নিয়ে এক স্মারকলিপি তুলে দেওয়া হয়।