পথ দুর্ঘটনায় মৃত চা বাগান শ্রমিক পরিবারদের আর্থিক সহ অন্যান্য সুবিধে প্রদানের দাবীতে জলপাইগুড়ি শ্রম কমিশনারের কাছে স্বারক লিপি প্রদান। গত ২৫ তারিখে জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত ডুয়ার্সের গাঠিয়া চা বাগানে কাজে যাবার সময় পিক আপ ভ্যান উল্টে মৃত্যু হয়েছিল তিন চা বাগান শ্রমিকের,যাদের সকলের বাসস্থান নিকটবর্তী খেরকাটা অঞ্চলে। সোমবার দুপুর এ সেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত মহিলা চা বাগান শ্রমিকের স্বামীকে নিয়ে চার দফা দাবিতে জলপাইগুড়ি স্থিত রাজ্যে স