সাপের ছোবলে অসুস্থ বৃদ্ধার মৃত্যুর সাথে লড়াই থেমে গেলো রায়গঞ্জ মেডিকেলে, শোকের ছায়া সুভাষগঞ্জের ঘোষপাড়ায়। বুধবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। বৃদ্ধার নাম ইন্দুবালা ঘোষ, বয়েস আনুমানিক ৬৮ বছর, বাড়ি রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ এলাকার ঘোষপাড়ায়। পরিবারের দাবী গত মাসের ২২ তারিখ রাতে নিজের বিছানায় ঘুমিয়ে ছিলেন তিনি। সেখানেই তার গলার কাছে সাপে ছোবল দেয়।