মঙ্গলবার দুপুর দুটো নাগাদ পুরাতন মালদা মহাপ্রভুর ঠাকুর বাড়িতে ভোগ অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে রামকেলি থেকে ভক্তরা সেখানে আসেন। সেখান থেকে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে নগর পরিক্রমা করেন। রীতি অনুযায়ী সেখানে ভক্তরা প্রসাদ পান। উল্লেখ্য, ৫০০ বছরের আগে শ্রী শ্রী মহাপ্রভুর মালদহে চরণধূলি দিয়েছিলেন। জনশ্রুতি রয়েছে, মহাপ্রভুর আগমন উপলক্ষ্যে পুরাতন মালদহে মহাপ্রভুর ঠাকুরবাড়ি নির্মাণ হয়। রামকেলি মেলার সময় ভক্তরা ওই মেলায় অংশ নেন। তারপর পুরাতন মালদার ঠাকুর বা