নিয়ত্রন হারিয়ে টোটোতে ধাক্কা,প্রাণ গেল এক মোটর বাইক আরোহীর। ঘটনা টি ঘটেছে সোমবার বিকেলে বীরভূমের রামপুরহাট থানার খরবোনা গ্রামে। মৃতের নাম সানু সাহা ।সোমবার বিকেলে রামপুরহাট থেকে মোটর সাইকেল করে বাড়ি ফিরছিল সেই সময় একটি টোটো তে নিয়ত্রন হারিয়ে ধাক্কা মারলে,ঘটনাস্থলে তার মৃত্যু হয়।