এবছর পুরুলিয়ার চকবাজার ষোলআনা দূর্গা পূজার ২২৫ বছর। ২২৫ বছর উপলক্ষে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেখানে বহু রক্তদাতা রক্ত দান করবেন রয়েছে নানান প্রোগ্রাম ২২৫ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলন করে জানালেন ষোল আনার সম্পাদক সঞ্জীত দত্ত ও শক্তি সংঘের সম্পাদক বিশ্বরূপ দত্ত।