গোসানিমারী তে ডেঙ্গু- ম্যালেরিয়া প্রতিরোধে উদ্যোগ, দুঃস্থদের হাতে মশারি তুলে দিলেন জেলা পরিষদ সদস্যা। মশাবাহিত ডেঙ্গু ও ম্যালেরিয়া থেকে সুরক্ষা দিতে কোচবিহার জেলা পরিষদের আর্থিক অনুকূল্যে বিশেষ উদ্যোগ নিলেন জেলা পরিষদের সদস্যা শ্রাবণী ঝা। বুধবার দুপুর দুটো নাগাদ তিনি গোসানিমারি এলাকায় দুঃস্থ মানুষদের হাতে মশারি তুলে দেন।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোসানিমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিক চন্দ্র বর্মন, রাখাল রায়, সোমনাথ চক্রবর্তী, মৃন্ময় বর্মন।