রাত্রের সামান্য বৃষ্টিতেই জলে ডুবে নলহাটি বাইপাস রাস্তার রেলওয়ে আন্ডারপাস, ভোগান্তিতে সাধারণ মানুষ। সেই চিত্রই আজ শুক্রবার সকাল ৮:৩০টা নাগাদ ধরা পড়েছে আমাদের ক্যামেরায়।গতকাল মধ্য রাত্রিতে নলহাটি এলাকায় হয়েছে বৃষ্টিপাত, আর সেই সামান্য বৃষ্টিপাতেই জল জমেছে নলহাটি অশোক পল্লী বাইপাস রাস্তার রেলওয়ে আন্ডার পাশে, যার ফলে আজ সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দা সকলেই।