প্রতিবছরের ন্যায় খোয়াই গনকী অগ্রদূত ক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের শারদীয় দুর্গা উৎসবের খুঁটিপূজা অনুষ্ঠিত হয়। এবারের শারদীয় দূর্গা উৎসবের খুঁটিপূজায় উপস্থিত ছিল কাউন্সিলর শঙ্খ পাল। প্রাকৃতিক পরিবেশের উপর শারদীয় দূর্গা উৎসবের থিম করা হবে।