খড়্গপুরে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। খড়গপুর দু নম্বর ব্লকের অন্তর্গত পলসা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় এই আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। এই সিউড়ির পাশাপাশি একসাথে চলছিল দুয়ারে সরকার শিবিরও। জানা গিয়েছে, আজ শুক্রবার বেলা প্রায় ১১ঃ৩০ টা নাগাদ শুরু হয় এই বিশেষ শিবির, এবং এই শিবির চলে বিকেল প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত। এ দিনের শিবিরে উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক আধিকারিকেরা।